মাতৃনাম
দীননাথ চক্রবর্তী
মা মা মা মাগো মা আরতো পারিনা
কারাবাসে পচে পচে নরক যন্ত্রণা ।
লক্ষ্মীটি মা এসো নাগো খালাস করতে আমায়
সাধের জীবন যায় যে বৃথা মৃত্যু যন্ত্রণায়।
অনেক অপরাধে অপরাধী জানি আমি মাগো
তুমি আমার মা যে ওগো করুণা করো মাগো ।
ভাবকে আমি করেছি হত্যা মনকে নরক পীড়ন
দেহ মন্দির ভেঙে ভেঙে করেছি ভাটি শরণ।
লিখিয়েছি নাম জঙ্গি খাতায় ষড় রিপুর দলে
লুঠতরাজ গুলিগালা চলে পলে পলে।
এ অপরাধের হয়না ক্ষমা লোকে সবই বলে
আমি জানি মা যে তুমি ডাকলে ক্ষমা মেলে।
—oooXXooo—