দূরে আছো অনেক দূরে, দিনের শেষে ঘরে ফিরে বড্ড মনে পড়ে। বুকটা যেন ধড়ফড় করে, কাছে পেলে কথাগুলো বলে আনন্দে বুকটা ভরে। না, সে তো হবার নয় কখনো জানি ভালো করে, চাইলে যদি পাওয়া যেত রাখতাম তোমায় ধরে। বড় কষ্ট, বড় রুষ্ট, সব যেন জীবন নষ্ট করে, শান্তনা, প্রেম, ভালোবাসা আর পাই না নতুন করে। উচ্ছিষ্ট আমি, জীবন নষ্ট নই প্রয়োজন কারো তরে, মরেনা কেন মন, শরীর তো নয় আর ধন,নিজেরই ঘরে, খাঁচায় বন্দী হয়ে থাকবো কতদিন চেয়ে তোমার পানে এমনি করে! তুমি এলে শরীরটাও বাঁচে জীর্ণ, শির্ণ কঙ্কাল ধরে, তুমি তো আসো না, চোখ দিয়ে জল পড়ে, ঝাপসা চোখে বুকটা চেপে বেঁচে আছি আজও তোমায় মনে করে।