“ডিসটার্ব মাত কিজিয়ে”
–:: ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ::–
তোমরা আমাকে
দেবী বানাতে চেয়েছো।
শুধু এ যুগে নয়
যুগে যুগান্তরে।
নিজেরা যা দোষ করেছ
মানুষ এর দোষ হয়
বলে কাটিয়েছ ফাঁস।
আর দেবী সাজিয়ে
সব কিছু চাপিয়েছ
আমাদের ঘাড়ে।
ভালোই ফন্দি এঁটেছ।
দেবীদের ভুল হতে নেই
খিলখিল করে হাসতে নেই
মনের ডানা মেলতে নেই।
সকাল থেকে রাত
নজরবন্দী আমি।
নিক্তি মেপে বিচার
চালিয়েছ দেবীদের বেলা।
দেবীদের বেলা।
যুগের হোক অবসান।
গর্বিতা নারী আমি
আমি প্রকৃতি সুন্দরী।
তুলবো ঝড়
ভাঙবো আগল
ডিসটার্ব মাত কিজিয়ে।
–~~ooXXoo~~–