আধুনিক কবিতা– ছন্দ বিতাড়িতা, অথবা, দ্যুতিহীন সবিতা। আছে ব্যথা, আছে প্রেম, আছে কথা, আছে মিতা, তবু যেন প্রাণহীন মমতা, বুঝি কৃপনের বারতা। হাসিতে, স্থলিত চলনে, অপ্রতীভ জড়তা, কিংবা কালের স্বপ্রতিভতা। নয় ছড়া, নয় মন্দাক্রান্তা, নয় অমিত্রাক্ষর, নয় গৈরিশ, নয় ত্রিপদী, নয় পয়ার, ওতো ছন্দহীনা, নিরাভরনা, রাধা বিনা ললিতা, আধুনিক কবিতা।