নিঃসঙ্গ
রণজিৎ মন্ডল
কেউ নেই কাছে, এই জন
অরন্য মাঝে,
শুধু দেখা ও কথা, শুধু
নিজের নিজের কাজে।
শুনি দিবারাত্র হুস হাস
হাল্কা, মাঝারি ও ভারী গাড়ির
শব্দ কানে বাজে,
একটু আকাশের নীল দেখব
সে – কি পাবো দেখতে!
কিছুই দেখা যায় না যে,
বাড়িতে বাড়িতে ঢেকেছে আকাশ
বাতাসটাও চৈত্রের হারিয়েছে,
কোন্ রাস্তায় ট্রাফিকের বাশির
আওয়াজে!
দম বন্ধ হয়ে আসে, মনে শান্তি
খুজি, হৃদয় শুকিয়ে কাঠ,
একটুও রস কোথাও নেই যে!
এ কোন্ মানবের উন্নত দেশ?
এ কোন্ দেশের উন্নয়নের রেশ?
মানুষ মারছে মানুষকে নিজের
গরজে।
লাজ নেই, ভয় নেই, আইন নেই,
কোন শাস্তি নেই এই জঙলা
উন্নয়নের ধ্বজা সদাই বিরাজে!
কীট, পতঙ্গ স্বাধীন আমাদের চেয়ে,
অনুতাপ নেই
বাঁধে না কোন বিবেকের লাজে।
একা, একেবারেই একা, শুধু শব্দের
গতি, মানুষের কোলাহল, শুধু
ব্যস্ততা, সবাই ছুটছে কাজে।
কথা কে বলবে, চেয়ে কে দেখবে,
রবে কে আমাদের নিঃসঙ্গ জীবন
মাঝে!
মরতে চাইলেই মরা যায় না, অঘোরে
মৃত্যু তাই মাঝে মাঝে,
হয় যেতে নয় ফিরতে কাজে!
—oooXXooo—