এই তো কদিন আগে সে এসেছিলো এ পাড়ায়৷ অনেক কান্না কেঁদে একটু আরাম সে পেয়ে ছিলো! তার সে অশ্রু বরিষণ যে আরাম বিতরণ করেছিলো তার ভাগ ও তো সে দিয়ে ছিলো আমাদের! সেই কথা এতো তাড়াতাড়ি ভুলে গেলে নাকি! তার মনো ভার, একটু বোধ হয় হালকা হয়ে ছিলো অগ্নিগর্ভ হলকা বাতাস ও তার ছোঁয়া পেয়ে, কিছু তো স্বস্তি পেয়ে ছিলো! এখন, সে বোধ হয় অন্য পাড়ায় বেড়াতে গিয়েছে৷ আসবে আবার কভু মনে পড়ে যদি, এখানেও রয়েছে তার বহু বিবাগী সোহাগী বিরস বদন, তার ফেরার অপেক্ষায় আছে যারা জাগি!