যাকে আদর্শ ভেবে মনে মনে শ্রদ্ধা করিতাম ভালো করে জেনে দেখলাম, তিনি আসলে ভেজাল, মনের দুঃখে চুপটি করে বসে থাকি কিছুই লিখতে ইচ্ছে করেনা, লোকে বলে এটা কলিকাল। বাইরে যতই চাক চিক্য থাকনা কেন ভিতরে ভিতরে অন্তসার শূন্য,একেবারে মাকাল, সবই তালগোল পাকিয়ে ফেলে হয়ে গিয়েছি বেসামাল। মাকাল ফলদের এখন বাজার বড়ই রমরমা, যতই অপরাধ করুক না কেন জনগন করে দিচ্ছে সানন্দে ক্ষমা। এটাই হয়তো কলিকালের ভবিতব্য যতই দুর্নীতি, চুরি চামারি করুক না কেন এরাই এখন সমাজ সংসারে সভ্য। দেশ,জাতি, সমাজ নিয়ে তেমন আর কলিকালে ভাবেনা সাধারন জনগন দলের লোক যতই অসাধু, দুর্নীতিপরায়ন হোকনা কেন দলই যে সর্বোপরি,করতে হবে দলকে সমর্থন। হায়রে অভাগা দেশ! এমন দুর্বৃত্তায়ন দেখতে হবে ভাবোনি কখনো তুমি, তোমার অবোধ সন্তানদের এমন দুর্দশা দেখে সবার অলক্ষ্যে বসে চোখের জল ফেলছেন অর্ন্তযামী।।।