সাধিকা
…………….
শ্যামাপ্রসাদ সরকার
যদি বলি সামনে এসেছ
তাও তবে কেন দেখাওনি লজ্জা
আর পরোনি সেই আবেগের কুসুমহার!
তুমি যেন স্বচ্ছ হয়েছ আজন্ম বেশে
দিগ্ বালিকার প্রশ্রয়ে দেখি,
হাতে ধরেছ অমোঘ খড়্গকৃপাণ
আর দশদিকে তোমার শক্তির তেজ!
হে নারী, কোথায় রাখব বল
এই আজন্ম প্রেম কলরব!
তুমি উদাত্ত কন্ঠে জোরে হেসে ওঠো
বলেছ ” এত সব শব! সবই তো শব”!
হে নারী, এবার সিদ্ধিদ্বারটুকু খোল
সকল অবসান শেষে আজ
তোমায় ডাকি একবার!
বধ্যভূমিতে এসে সমর্পণ করি
আগম-নিগম মেলে বলি একবার,
হে!শক্তিসাধিকা! প্রসন্ন হও!
মুদ্রায় বরাভয় আছে
ডান পা’ এগিয়ে এসেছ সময়ে
হে নারী! আলুলায়িত চুল খুলে
এনেছ বর্ষণের প্রথম চিকুরের সংলাপ!
তুমি তো দাঁড়িয়ে আছ মহাকালের মত
আর দিয়ে যাচ্ছ সর্বনাশী বৈরাগ্য!
কাল হেরে যায় কালাকালে
তোমার অরূপে আর এলোচুলে!
—oooXXooo—