জীবনের কথকতা!
শ্রী নীলকান্ত মণি
পথ সে তো
বুক পেতে পড়ে আছে
পথিক হাঁটবে বলে!
ভালো কথা৷
পথের জীবন জীবন-পথের
ঠিকানাই যদি
ভুলে গিয়ে থাকে
দোষ দেওয়া
পদে পদে দোষ ধরা
হয় তবে বৃথা!
পথ
মুখে তার কথা নাই
চলার সে পথ ঠিক
না বেঠিক—
পথের সে ভাবে
বোঝা দায়
এটাই বাস্তবতা৷
চাই বা না চাই
বোধ হয়,
পথিকের পথ চলা
বারেবারে দিক
ভুল করে বসে তাই!
বাক্য বাহার
চিরকাল
যতো কথা দিয়ে
হয়ে থাকে গাঁথা
জীবন বোধের
সে কোন কাব্য গাথা
কোন্ কালে
ছিলো একমুখী যার ধারা!?
সে এক পাগলা ঝোরা
কথা বলে শত মুখে
দেয় শত বাহু মেলে
নদী সে
কোথাও সে শ্লথ গতি
কোথাও বা খর স্রোতা!
যদিও সবার খোঁজ
ছিলো আছে থাকবেও একই
যাবে সমুদ্র পানে
মিলনে যেথায়
পূর্ণ সে হয়ে থাকে!
কেউ তবু
পথের কোন সে বাঁকে
হয় পথ হারা
কেউ এগিয়ে চলতে থাকে!
তাই সময়ের হাত ধরে
যোগ্যতা অনুপাতে
নানা রঙ নানা ঢঙে
যুগ বুকে
আঁকা হতে থাকে
লেখ্য সে
অগণিত
কতো সে জীবন কথা!
ঘটনা সে ঘটমান
রচে ইতিহাস মুহূর্ত ব্যবধান!
অনন্ত গতি
জীবন প্রবাহ চলে পথ বাহি
শ্লথ গতি, গতি ময়
গাহি জীবনের জয় গাথা!
বাণী জীবনের অনন্য কথকতা!
—oooXXooo—