বসন্ত উৎসব
সুপর্ণা দত্ত
✍️✍️✍️✍️
উড়ল আবীর আকাশ জুড়ে
আকাশ লালে লাল,
কৃষ্ণচূড়া,পলাশ যেন
রঙ মাখিয়েছে কাল।
জারুল-পারুল ভাই-বোনেরা
পিছিয়ে থাকে না মোটে,
হলুদ আর বেগুনি রঙে সাজায়
দুজন এক সাথে জুটে।
অমলতাসের ঝাড়লন্ঠন চারদিক
আলোয় আলোকিত করে,
রাধাচূড়ার মতন স্বর্ণকুঁড়িতে
প্রকৃতির সৌন্দর্য উঠল ভরে।
প্রকৃতির এই রঙে রঙে
আজ রাঙিয়ে দিল মন,
মন রাঙিয়ে প্রাণ ভরিয়ে
জড়িয়ে রাখে সারাক্ষণ।
হঠাৎই এক দমকা হাওয়া
ঝড়ের বেগে এসে,
ওলোট-পালোট করেই দিল
জলদস্যুর বেশে।
পথের ধূলোয় লুটিয়ে পরে
রঙ-বেরঙের লাশ,
কৃষ্ণচূড়া,রাধাচূড়া,জারুল,পারুল
শিমুল,পলাশ, অমলতাস।
হিংসুটে এক কালবৈশাখী
কাড়ল প্রকৃতির সৌন্দর্য,
হারিয়ে গেল রঙের বাহার
ঝরে গেল রূপ-মাধুর্য্য।
কালবৈশাখীর দমকা হাওয়া
ঝড়ের বেগে এসে,
হাসি খুশি কেড়েই নিল
জলদস্যুর বেশে।
সারাদিনের হাসি খুশি
মনের কোণের রঙ,
মিলিয়ে গেল এক নিমেষে
প্রকৃতি হল বেরঙ।
তাই বলে কি প্রকৃতি আর
সাজবে নাকো কাল,
মনের সব দুঃখ গুলো
চেপে রাখবে চিরকাল।
নতুন করে উঠবে সেজে
নতুন উদ্যোগ নিয়ে,
উঠবে সেজে হলদে-বেগুনি
লাল-নীল রঙ দিয়ে।
দুলিয়ে মাথা ছড়িয়ে ডাল
ফুল ফোটাবে গাছেরা সব,
নানা রঙে সাজিয়ে ডালি
জানাবে এখন বসন্ত উৎসব।
কোকিলেরই কুহুতানে
গাইবে সবার হৃদয়পুরে,
রঙ লাগাবে সবার মনে
তুলবে ঢেউ প্রেম জোয়ারে।
🌸🏵🌸🏵🌸🏵🌸🏵🌸