বন্ধু
বাবু বিশ্বাস আগন্তুক
বন্ধু তো সে….
মুখ দেখে যে মনের কথা বোঝে!
বন্ধু মানে গল্প হাজার
রাগ অভিমান খুনসুটি
বন্ধু মানে বুকের সাহস
অসম্ভবের জিয়ন কাঠি
বন্ধু মানে বাউল বাতাস
কোকিলকুহু একতারাসুর
বন্ধু মানে আনন্দ গান
হৈ-হূল্লোর সুখ ভরপুর
বন্ধু মানে পরম সুজন
মনের কথা যেজন বোঝে
বন্ধু মানে সব লহমায়
চোখ দু-খানি যাকে খোঁজে
বন্ধু মানে দুঃখ আমার
তার চোখে জল টলমল
বন্ধু মানে দিবস রাত্রি
সন্ধ্যে দুপুর সকাল বিকাল
—oooXXooo—