একদিন তোমার বুকের নদী পায়ে পায়ে নূপুর ঢেউয়ে আমাকে ভিজিয়ে দিতো নোনা জলে তারপর তোমার সাথে পরিচয় একটু একটু প্রেম পূর্ণিমা জ্যোৎস্না জোয়ার ভাটা অথচ আজ আর নদীটা আসেনা কেবল তুমি ।
একদিন তোমার রাতের চাঁদ নীরবে নিভৃতে জানলায় ফিসফিস করতো কথাগুলো সব জ্যোৎস্না হয়ে ছড়িয়ে পড়তো বিছানায় অথচ আজ আর চাঁদটা আসেনা কেবল তুমি ।
একদিন তোমার আকাশের মেঘ ডানায় ডানায় উড়িয়ে নিয়ে যেতো অনেক অনেক দূর এক অচিন দেশে আবার বৃষ্টি হয়ে গান গাইতো আমার মনের টিনের চালে অথচ আজ আর মেঘটা আসেনা কেবল তুমি ।
একিদন তোমার জানালার পাখি কূজন সুরে আমাকে জাগিয়ে দিতো গভীর ঘুম থেকে পালকে পালকে তার নিরন্তর মুগ্ধতা অথচ আজ আর পাখিটা আসেনা কেবল তুমি ।
একদিন তোমার উদাসী বাউল একতারায় সুর তুলতো সব ক্লান্তি সব ভ্রান্তি সব জড়তা সব পঙ্গুতাকে হেলায় হেলায় পিছনে ফেলে দিগন্ত এক পথিক অথচ আজ আর বাউলটা আসেনা কেবল তুমি ।
একদিন তোমার আদরের স্বপ্ন যত দীর্ঘশ্বাসকে গভীর ঘুমে ধুয়েমুছে আনতো নতুন দিনের সকাল অথচ আজ আর স্বপ্নটা আসেনা কেবল তুমি ।