প্রতিদিন লাইফ সার্টিফিকেট লিখে দেয় কিছু রাসায়নিক সার । জেগে উঠি ,বেচে উঠি জিজ্ঞাসায় । বেচে থাকব কি অনাদিকাল ? সায়েরিতে একটা প্রকান্ড বড়বেলা । পাথরের বুকে দেবতা কথা বলে আজকাল । মাটি খুড়লে অসং খ্য হাত যারাও দেবতাকে পেতে চেয়েছে , কিন্তু শিকড় হয়ে গেছে অজান্তে জন্ম দিয়েছে গাছ । এই গাছ পাখি হতে পারবে না । শুধু শুধু প্রেমিক নাগরিক বয়ে চলে সকল দুর্ভাগ্যের লাশ । চুপিসারে ! টের যাতে না পায় সর্বনাশা সকাল , সকাল মানেই যান্ত্রিক পিষন । ভালোবাসা দিবসে ও কেউ পেতে চায় আত্মহনন। ভীষন তেষ্টা ,তবু গাছ বেচে থাকে অনাদিকাল । এ জন্মে পাখি হতে পারে না । পরজন্মে বড়দিন এসে গেলে , ক্রুশবিদ্ধ যীশুর সাথে লনে একসাথে লং মার্চ ।