আপনি কি তাকে চেনেন? দেখ’ কথা… চিনবেন না কেন? প্রকৃত সংগঠন করে যারা সকলেই চেনেন তাকে সত্য প্রতিবাদীর চুরুট ধোঁয়ায়।
সদাই কানের গোড়ায় ক্যানেস্তারা বাজায় আবার তর্কের তরজা গানে আমি অমুকের এই করেছি আমি তমুকের ওই করেছি তবু অমুক-তমুকে ঠাঁই মেলেনা তার একদিন দু’দিন ব্যশ…
ঠাঁই আসলে একটা শিকড় ভালোবাসার গভীর শিকড় মমত্বের গভীর শিকড় ত্যাগের গভীর শিকড় স্বার্থ বা পদের না তবেই পাকা হয় ঠাঁই সুন্দরবনের সুন্দরবন যেমন ম্যানগ্রোভ বাদাবন…
সে শুধুই আঙুলে রঙিন বেলুন ওড়ায় কর্তৃত্বের প্রশংসার পদের এখানেই শেষ নয় ধুনোও দেয়…
দেখবেন… কখন সে বলে না অমুক আমায় এই দিয়েছে তমুক আমায় সেই দিয়েছে বলে না,যা করি বা করেছি স্রেফ পদের কাজ কর্তব্যের কাজ…
বরং ঢাক বাজায় বলে,ব্যক্তিক কাজ…
চোখে তো আর ন্যাবা হয়নি টোপ বুঝে… তেল মালিশও করে চিনব’ না তাকে হয় কখনো? উইপোকা যে সজীব গাছে।