অন্ধকারে পৃথিবী
চিত্রশিল্পী তপন কর্মকার
কত আর বাঁচতে পারো,মানুষ তোমরা বাঁচো।
সবুজ সোনার বুকের পরে,নিত্য নতুন নাচো।।
আমি জানি সময়,চলে ক্ষমারই এক কাল।
আশা হীন করলে আশা শুন্য শুধুই যাচো।
কতনা কাল কেটেছে অন্ধকারে পৃথিবীর।
প্রশ্ন মালার উত্তরে চাই,মন দানেরই শিবির!
চোখের আলোয় দেখি চোখে আগুন জ্বলে ,
বলি তাই হৃদটাকে কাপড় কাচা কাচো।।
কেন এই শুভ জন্ম, শুধু মৃত্যুতে হয় শেষ,
বুঝিনা,কজন বোঝ আমার কথার দেশ।
কতদিন উঠবে রবি,ফুটবে যে ফুল শাখায়,
যদি না কবির দলে কবিতে কেউ আছো ।।
—oooXXooo—