চল কোদাল চালাই
মৌসুমী ঘোষাল চৌধুরী
লড়াই অন্ধকারের সঙ্গে আমার
শব্দবাহিকা যেনো মৃদুল।
সৃষ্টির শৃঙ্খল তবু পড়েছি।
এই রৌদ্র আঁচে
বেঁচে আছি কাকের মত।
ভোরের কাক ছিলাম যখন
আমার ডানায় বহু পথিকেরা দিক পায়
এখন মধ্যাহ্ন আমিও গাইছি
সবাই গাইছে
“চল কোদাল চালাই
ভুলে মানের বালাই”,।
—oooXXooo—