তৃষ্ণা
রণজিৎ মন্ডল
অভাব নেই জলের তবু
তৃষ্ণায় গলা শুকায়,
গলা জলে ডুবিয়াও পাই না,
পাই চোখের কিনারায়,
অঝোরে ঝরিয়া যায় লোনা জল,
বুক ফাটে যখন তৃষ্ণায়!
রক্তের বীজ বপন করিয়া
বুক বাঁধি মিথ্যা আশায়, পাবো
নিশ্চয় সোনার ফসল ফলিলে
শুকনো মরুভূমির অনুর্বর ধরায়!
না! নষ্ট হয় কষ্টের নীড়, মন অধীর
আরো কি আছে অপেক্ষায়!
তোমাতে দেখি অন্তরের শুধা,
পরম যতনে লালন করেছি একদা,
সব ঢালিয়াও পাইলাম কি-
অধরা সবই জলের ধারায়।
ভাসিয়া আসিয়া ঠাই লয় বাধিয়া
মায়ায়,
কাঁদিয়া কাঁদায়, বুক ফাটে কান্নায়,
অশ্রুতে ভিজিয়া যায় দুই চোয়াল,
গলা শুকায় তবু তৃষ্ণায়!
জড়িয়ে গড়িয়ে পড়ি খাদের
কিনারায়,
কে আছো মোর ধর এ দুটি হাত
একবার চাহিয়া দেখ আমি যে তোমার
সেই রক্তবীজ,
যা বপন করেছিলাম তৃষ্ণায়
গলা সিক্ত করিবার আশায়!
—oooXXooo—