বিরহ আছে তাই মিলনের জন্য থাকে এতো আকুলতা, জীবনের বাস্তবতা বুঝিয়ে দেয় কত আপন নীরব একাকীত্বতা। একাকীত্বতা কেহই চায়না তবুও কখনো কখনো তার আগমন ঘটে জীবনে, একাকীত্বের সাথে দেখা হয় নীরবে একান্তে নির্জনে । নীরবে নির্জনে থাকা সেও জীবন চলার অঙ্গ, নিজেকে নিজের মত চলতে হয় কেহই দেয়না একাকীত্বে সঙ্গ। সঙ্গীহীন জীবন সেও এক ধরনের জীবন চলার পথ, জীবন এগিয়ে চলে তার নিজস্ব গতিতে যতক্ষন না থেমে যায় জীবন রথ।।।