নীলাঞ্জনা আমি তোমাকে ভালোবাসি সত্যি বলছি বড্ড ভালোবাসি তোমাকে জানোতো ভালোই রক্ত মাংসের শরীর স্বীকার করছি নিঃস্বার্থ সে ভালোবাসা নয় পাকে পাকে জড়িয়ে ময়াল কুণ্ডুলী এক আকাশ স্নিগ্ধ স্বার্থ ।
সেই প্রথম তোমার কাছে হাতেকড়ি স্বার্থ কখন হয় ভালোবাসা কবিতা জোছনা নাড়ি কস্তুরী কী ভীষণ ভীষণ উপস্থিতি ।
তোমাকে ভালোবাসি কারণ তার চেয়ে ঢেরযে তুমি ভালোবাসো আমাকে যেদিন মা চলে গেল আকাশ ভেঙে পড়লো মাথায় তুমি আঁচল গঙ্গা হয়ে বহে গেলে কুলু কুলু নূপুর ছন্দে আমার মনে প্রাণে হৃদয়ে পলিতে পলিতে আমি হয়ে উঠলুম সবুজ উর্বর ।
বাবা যেদিন চলে গেলো অফিসের ট্রেনিং এ আমি তখন বাইরে শেষ দেখা হলোনা বাবাকে একরাশ আপশোস কুরে কুরে যখন খাচ্ছিলো আমাকে মনে পড়ে নীলাঞ্জনা তুমি এলে শীতের ঝরা পাতার পর ফাগুন হয়ে হাতে কিংশুক অশোক রক্তাক্ত শোক কখন বসন্ত সমীরণ আমি বাঁচলুম নতুন করে নীলাঞ্জনা তোমার ভালোবাসায়।
তুমিযে আমার শুধু ভালোবাসা তা নয় ইচ্ছেডানা ব্যাপ্তি প্রকাশ ইষ্ট রূপ গুণ অহং রস সঙ্গপিয়াস।
তোমাকে ভালোবাসি কেননা বন্ধুত্বকে অস্বীকার করোনা কোনদিন প্রেমকে ফিগবাড়ি দিয়ে মিথ্যা চিতায় পোড়াওনা সম্পর্ককে দাঁড় করিয়ে রেখে মুখের ওপর দরজা বন্ধ করে দাওনা আর দুঃখ দেবার কথাতো কল্পনাতীত বরং মনের শার্সি ভাঙা জানলায় এক ঝলক মৌসুমী বাতাস আবার কখন ` সান্ধ্য উপত্যকার জোছনা মোহনার ঢেউয়ে ঢেউয়ে ঝিকিমিকি ভালোবাসা।