নাম যা হয় একটা তার অবশ্যই ছিলো৷ নাও যদি থাকে খুঁজে পেতে দেওয়া তো যেতো ই! যেমন বিস্তৃতি ভালোবাসা সে তো চিরকাল কাঙাল ই ছিলো, আছে, থাকবেও নইলে কি আর মূল্য থাকতো তার! আহার বিহার এ সমাহার জীবন যাত্রা পেরিয়ে ই যায়, যেমন তেমন ভালোবাসা একবার হারিয়ে গেলো যদি পাওয়া তাকে যায় কি গো আর! সচরাচর কপালে জোটে না সবার কভু যদি জোটে কারো ভালোবাসা জীবনের সে এক অমূল্য উপহার! পেতে হলে তার প্রতি সময় থাকতেই যত্ন শীল হওয়া খুবই দরকার!