ভালোবেসে মাতৃভাষা
✍️শিব প্রসাদ হালদার
মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার দাবিতে
যত তাজা প্রাণ হয়েছে বলিদান,
উনিশ’শ বাহান্নর একুশে ফেব্রুয়ারি
প্রকাশ্য ঢাকার রাজপথে
আর শিলচরে উনিশ শ’ একষট্টির উনিশে মে-
সে এক উজ্জ্বল অবিস্মরণীয় রক্তাক্ত অবদান!
বাংলা ভাষার কণ্ঠরোধে কুচক্রী পশ্চিমাদের প্রচেষ্টায়
তৎকালে উঠেছিল গড়ে
এক নিপুন সুপরিকল্পিত চক্রান্তের জাল,
তার গায়ে সেদিন এঁকে দিল
সালাম রফিক বরকত জব্বার শফিউরের রক্তে
অ- আ- ক- খ——–
হয়ে উঠলো বুকের রক্তে উজ্জ্বল লাল!
আমারই মায়ের ভাষা বাংলা নিয়ে
আসে যদি কোনদিনও আর কোন কুচক্রী হামলা,
অনাগত দিনেও জাগে যদি তেমনই জাগরণ
আসে যদি অনাকাঙ্ক্ষিত সেই সন্ধিক্ষণ
তবে লম্বা মিছিলটার মাঝ থেকে
করে দিও অন্ততঃ এক্ টুকু ফাঁক,
তাতে যায় যেন সবাইর আগে
আমারই এই নিজ প্রাণ- হয়ে বুক ঝাঁঝরা
লেগে প্রথম দূর্ভেদ্য গুলির ঝাঁক———!!