ফিরে আসতে হলে
আগন্তুক বাবু বিশ্বাস
আজও ফিরে আসতে হলে…
মৌনতায় ছেয়ে যাবে শব্দ মিছিল !
হৃদয়ের আর্ত কথা শুনবে না কেউ ,
কুহুতানে ডাকবেনা বসন্তের কোকিল!
আজও ফিরে আসতে হলে….
একা চাঁদ জেগে রবে আঁচল বিছায়!
প্রেমালপে জ্যোৎস্নায় ভিজবে না কেউ ,
সবুজ বিলুপ্ত হবে মরুচ্ছায়ায়!
আজও ফিরে আসতে হলে…
ভালোবাসার নাম নেবেনা প্রেমিক !
চুরি ভাঙার শব্দে লাঙরের ফলায় __
জন্মাবে হৃদয়হীন জারদ সন্তান !
মনুষ্যত্ব বিলীন হবে পশুত্বে
মানবজাতি হারাবে তার শ্রেষ্ঠত্ব আসন!
~~ooo~~