“অন্তিমে সব একাঙ্গী”
–:: রণজিৎ মন্ডল ::-
এ কথা সত্য, জানি আজ আমি ব্রাত্য,
একদিন তো আমায় নিয়ে ছিলে তুমি মত্ত।
সেদিন আর ফিরিবে না এ কথা সত্য,
মনে তবু বেদনা হয়ে ঘুরবে দিবারাত্র।
সাজিয়ে এনেছিলে যেদিন ভালোবাসার পাত্র,
জানি মনে পড়বে না, সে কথা অত্র।
শোন শোন, শোন বলি তোমায় যাহা সত্য,
দিন যায় মাস যায়, বছর যায় নিত্য।
সুন্দর পর হয় যখন সৌন্দর্য্যের মৃত্যু,
একদিন সবার জেনো হবে শেষ কৃত্য।
উপরটা দেখে তাই বিচারের তথ্য,
মুছে ফেল মন থেকে যাহা চিরসত্য।
অন্তিমে তুমি আমি জেনো হব সাদা ছাই,
বৃথাই সৌন্দর্য্য নিয়ে গর্ব করা তাই।
হিতে মোরা ভিন্ন ভিন্ন সৌন্দর্য্যে অনন্য,
অন্তিমে সব একাঙ্গী কেউ নই ভিন্ন ভিন্ন।
—ooSSoo—