ভালোবাসা দিও
ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায়
শুধুই ভালোবাসা দিও।
বিনিময়ে দেবো লাল নীল ফুল।
দেবো রঙীন প্রজাপতি আর
কাশফুলের দোলা।
ভালোবাসার লেনদেন শুধুই
তারপর দেখবে
গোলাভর্তি ধান আর
সহজ সরল অনাবিল হাসি।
শিশুদের হাসিতে আর কলতানে
তোমার উঠান থৈ থৈ আনন্দ।
ভালোবাসো। আরও ভালোবাসো।
পুকুরের নীল জলে
হংসধ্বনি শুনতে শুনতে
মনে পড়বে সেই গানটা।
ছেলে ঘুমালো পাড়া জুড়াল।
ভালোবাসার অনেক ক্ষমতা।
একবার শুধু ভালোবাসো।
গাছের পাতাগুলো সবুজ হবে
আগমনী গান ভাসবে
আকাশে বাতাসে।
দরজার চৌকাঠে আলপনা
এঁকে দেবে চালধোয়া হাত।
একবার ভালোবাসতে হবে শুধু।
—oooXXooo—