একুশ মানে একুশে ফেব্রুয়ারী মাতৃভাষা রক্ষার দিন, একুশ আমাদের মনে করিয়ে দেয় শহিদ ভাইদের কাছে হাজারো ঋণ। যাঁরা বুকের রক্ত দিয়ে রক্ষা করেছিলেন আমাদের মাতৃভাষা, তাঁরা আজও জাগান রক্তে শিহরন সকল বিপ্লবের জ্বাজ্ব্যল্যমান আশা। একুশ মানে বিপ্লবের মূলমন্ত্র একুশ পারে ধ্বংস করতে শাসকদের দানবীয় যন্ত্র। একুশ মানে স্বৈরতন্ত্রের পতন মানুষের গনতন্ত্রের আবাহন। একুশ মানে চোর জোচ্চোরদের মনে আনার ভয়াবহ ত্রাস, একুশ মানে সব অন্যায় অত্যাচার দূরীভূত করার মুক্ত বাতাস। একুশ মানে মাকে আপন করিয়া পাওয়া মাতৃভূমি আর মাতৃভাষাকে ভুলে না যাওয়া। একুশ মানে মায়ের ভালোবাসা,মায়ের আদর, মায়ের ভাষায় হৃদয় হতে সীমাহীন কদর। একুশ মানে বাঙালীর উন্নত শির জগত সভায় বাঙালী আজ বীর। একুশ মানে আন্তর্জাতিক ভাষা দিবস বাঙালীকে জানায় সারা বিশ্ব কুর্ণিশ। একুশ দেখিয়েছে বাঙালী নহে দীন-হীন বাঙালী চিরকাল বিপ্লবে নবীন। একুশ আমাদের মনে করিয়ে দেয় রফিক,সালাম, বরকতদের অবদান চিরদিন সারা বিশ্বে অটুট থাকুক