এ কোন্ খেলা খেলিছো মানুষ লয়ে, যারে ভগবান মানি মন্দিরে গিয়ে, কয়না কথা, দেয় না কিছুই আমার পূজা নিয়ে ! ডেকে ডেকে তোমায়, পাগোল হয়েছি, কতবার গিয়ে কপাল ভেঙেছি, রক্তাঞ্জলি দিয়ে, চাওনি ফিরে, কওনি কথা ভক্তে করুনা দিয়ে। ভক্ত মরিছে দিবা রাত্র, পাওনা দেখিতে তুমি, ছিল যেটুকু সবই গিয়েছে নেই বাকি কোন ভূমি! ক্ষুধা নিয়ে আর পীড়া নিয়ে ঘুরি মন্দির মসজিদে, কোনখানে মেটে না কোন ভক্তের আজও পেটের খিদে, পারে না যে পেটের খিদে মেটাতে, পারে না যে পীড়া মুক্ত করিতে, কেন ডাকা মিছে ভগবান বলে, কেন বল পূজা করিতে?