“অংকের স্যার”
–:: প্রতিবিম্ব রায় ::–
শেষ বেঞ্চির ছাত্র ছিলাম
অঙ্কে কাঁচা খুব,
সুযোগ পেলেই সেই ক্লাসে
দিতাম আমি ডুব…
অঙ্কের স্যার ভীষণ রাগী
মারতো বেশ জোরে,
বলতো শুধু -“কিছু না পারিস
মানুষ হ রে ওরে…। “
যতই পিঠে লাগুক ব্যথা
চোখে নাহি জল,
সত্যি কথাই বলছি আমি
নেই এখানে ছল।
কান্না পেলো শেষের দিনে
অঙ্কের স্যার এসে,
“ভালো থাকিস” বললো যখন
ভীষণ ভালোবেসে।
রাগ দেখেছি – মার দেখেছি
আজ দেখলাম জল,
কান্না চাপা অঙ্ক স্যারের
আঁখি টল টল।
অঙ্কে কাঁচা সেদিন আমার
বেত পড়েনি পিঠে,
চোখের জলে কান্না তবু
সে যে বড়ো মিঠে!
বদলে গেছে অনেক সময়
বদলে গেছে দিন,
বহাল তবু অঙ্ক স্যারের
ভালোবাসার ঋণ।
—oxxX$Xxxo—