বিন্দেদূতি / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ছোট গল্প / বাংলা বর্ষবরণ সংখ্যা /
বিন্দেদূতি ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় 1 আপ লোকালটা ঢুকবে ভোর সাড়ে পাঁচটাতে। তখন এই স্টেশন লোকে লোকারণ্য। একে তো ছোট্ট সরু প্লাটফর্ম। সিঁড়ি দিয়ে নেমে আসবে মানুষের ঢল। আর বিন্দে তখন গুরাকু মাজা কালো দাঁতে হাসবে। গরম গরম লুচি আর আলুর দম খাবার খদ্দের আন্তর্জাতিক বাংলা ভাষা