জাগুক যুব শক্তি
মৃনাল কান্তি বাগচী
তোমরা যারা তরুন তরুনী
তোমরা জাতির ভবিষ্যৎ,
সব অন্যায়,অবিচারকে সংহার করে
দেখাবে আগামী দিনের সঠিক পথ।
তোমরা যদি দেখেও না দেখে
সব কিছু করো ভ্রক্ষেপ
অসহায় জাতি ধুঁকে ধুঁকে মরবে
করবে শুধু হাহুতাশ আর আক্ষেপ।
এখনও সময় আছে,দেখাও তোমরা
তোমাদেরও আছে দেশ প্রেম,
দেশের প্রতি ভালবাসা,
তোমরা জেগে উঠলে
বাঁচবে জাতি,
মনেতে আসবে বল ও ন্যায়ের আশা।
তোমরা যদি ঘুমিয়ে থাকো,
অন্ধকারে ডুববে জাতি,
হারাবে তার উন্নয়নের গতির রথ,
দুষ্টু, দুরাচারদের লুটের রাজ্য হয়ে
তোমরা হারাবে সত্য ও ন্যায়ের পথ।
তোমরা তরুন, তোমরা যুবা
তোমরা যদি না ধরো দেশের হাল,
সব হারিয়ে যাবে,হবে তোমরা বেসামাল।
বেসামাল জাতি চইনা দেখিতে
থ্কিতে তোমাদের মত নবীন তরুন ও যুবাদল,
দেশের কথা যত ভাববে,ততই বাড়বে
তোমাদের আত্ম শক্তি ও মনের বল।।।
———–#######——–