আকাশ আর পৃথিবীর গল্প
-:: ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় ::-
তুমি আকাশ হলে
আমি পৃথিবী হবো।
দুস্তর ব্যবধানে
তাকাবো তোমার দিকে।
প্রভাতী সূর্যের আলোতে
আমার কুঁড়ি গুলো
ফুল হয়ে ফুটবে।
আকাশ থেকে
আলো দেবে তুমি
আমার হৃদয়ে।
রাতের আকাশ হলে
জ্যোতির্ময় তুমি।
জানি।
ওই আলো তুমি পাঠিয়ে
আমাকে করবে মধুময়।
যত দূরেই থাকো
তোমার আমার প্রেম
সৃষ্টি করবে।
ফসল ফলাবে।
রসের পেয়ালা
পান করবো দুজন।
অনাবিল আনন্দধারায়
দুজনে স্নান করবো।
আমার শোকে
বৃষ্টি হয়ে ঝরবে
তোমার কান্না।
আমার হদয় আকুল
প্রিয়মিলনে।
এমনি করেই
আকাশ আর পৃথিবী
নিবিড় হবে।
এই চুপকথা
কেউ জানবে না।
–0X০০X0–