ছাড়লো তনয় আপন আলয়, শিক্ষার তরে ছাত্র নিলয়। ঘর ছিল তার সাদা সিধে, সুবোধ বালক বাবার কাঁধে। গুটি থেকে যেই বেরুলো, নখ আর থাবা স্বাধীন হলো। স্বাধীনতার প্রকাশ কোথায়? মনের অতল নিঠুরতায়? উচ্চ মেধা ক্ষুরধার, বাধন খুলে নিষিদ্ধতার। আদি মনের প্রবৃত্তি কার? হননেতেও বাঁধে না তার! অপরাধীর শাস্তি হয়, জেল অথবা সংশোধনালয়। মেধার বিচার বিলম্বিত, চাপানউতোর চলবে শত। খেলা যত চোর পুলিশের, ঘুঘুর বাসা পগার পার। বিচার কোথায় ছাত্র বলে? অবক্ষয়ের মাপ চলে? মরণ যদি পরিণতি, স্তব্ধ হোক অধম গতি। শাসন বিনা লাগাম ছাড়া, মানব মনের কাড়া নাকাড়া। গৃহের শাসন শিশু পড়ে, শিক্ষক তার জীবন গড়ে। রাষ্ট্রশাসন সমাজ গড়ে, ধর্ম শাসন মনের পরে। যে জন নীতি বহির্ভূত, তার সঙ্গ উন্মাদিত। ভবিষ্যতের ছানা পোনা, গড়বে তারা মুক্তদানা। তাদের সাধুসঙ্গ দাও, সুস্থ মনের সমাজ পাও।