একটি আবেদন
কাকলি ঘোষ
ভালোবাসবে আমায় ভালোবাসবে ?
ওই আকাশটা যেভাবে পৃথিবীর ওপর ঝুঁকে পড়ে
তেমনি ভাবে আমায় খুঁজবে?
ভালোবাসবে আমায় ভালোবাসবে?
ধরে রাখবে আমায় ধরে রাখবে?
মাটি যেমন দৃঢ় মুষ্টিতে শিকড়কে আঁকড়ে রাখে
তেমন করে বেঁধে রাখবে?
ধরে রাখবে আমায় ধরে রাখবে?
চাইবে আমার পানে চাইবে ?
সূর্যমুখী যে গভীরতায় চায় রবির দিকে
সেই উন্মুখ চাহনিতে
চাইবে আমার পানে চাইবে ?
মনে পড়বে আমায় মনে পড়বে?
খসে যাওয়া জীর্ণ পাতার মর্মরে
আমার বেদন জাগবে?
মনে রাখবে আমায় মনে রাখবে?
—oooXXooo—