সব সেরা ‘যোগাযোগ’!
কমায় যে দুর্ভোগ!!
প্রেমাঙ্কুর মালাকার
‘রাজ’, ‘জ্ঞান’ আর ‘কর্ম’ ‘ভক্তি’,
ইত্যাদিসব ‘যোগে’-
সাথে ‘ধ্যানযোগ’ আর ‘মনোযোগ’,
উপশমে নানা রোগে!
কিন্তু সবার সেরা ‘যোগ’ হলো,
এ জীবনে ‘যোগাযোগ’;
নির্বান্ধব একাকীত্বের,
কমায় যে দুর্ভোগ!
ওয়াটার্লুর নৌ-যুদ্ধেই,
হারলে নেপোলিয়ন-
জয়ী নেলসন সেন্ট হেলেনায়,
দিয়েছে নির্বাসন!
বন্দী দশায় কাটে আজীবন,
সেই দ্বীপে নির্জন;
তাঁর সাথী ছিলো ক’টা কচ্ছপ,
ছিলোনা মানুষজন!
‘যোগাযোগ’হীন সংসারে বাঁচা,
এ জীবনে দুষ্কর-
দোষীদের সাজা আন্দামানেই,
দিতো যে দ্বীপান্তর!!
—oooXXooo—