ভুল
রণজিৎ মন্ডল
মনের ভুলে, তোমায় গেলাম ভুলে,
যেদিন দেখেও, না দেখার ভান তুমি
করেছিলে,
ভুলে ভুলে ভরে গেল এ কূল ও কূলে!
মাঝের বওয়া আখির স্রোত মিশল
নদীর জলে।
বইতে বইতে অনেক দূরে চোখের কালো জলে,
দেখলো নদী শুকিয়ে গেছে কখন
নিজের ভুলে!
এপার ওপার দুপারে মন যখন খুজে
পেলে,
হারিয়ে গেছি আমি তখন তোমার অথৈ
জলে।
উথাল পাতাল ঢেউ দেখেছি তোমার সাগর কূলে,
শুকনো হৃদয় কইছে মোরে যাও ডুবে
এই জলে।
ভুল যে আবার ভুল ক’রে তাই ডাকছে
নদীর কূলে,
তোমার জলে আমায় ফেলে হারিয়ে
কেন গেলে!
তোমার আমার মিলন সেতু বুকের
পাজর গিলে,
মনটা নিলে, অশ্রু নিলে, শুকিয়ে তবু
গেলে।
ভুল কর না ভুলে গিয়ে ভুলের উষ্ণ
জলে,
তোমার আমার মিলন হবে শুকনো
হৃদয় কূলে!
—oooXXooo—