মস্ত বড়ো
বাবু বিশ্বাস (আগন্তুক)
বড়ো হতে হতে আজ
হয়েছি মস্ত বড়ো !
ঠিক অনেকটাই বাবার মত!
কিছুতেই তাই হার মানিনা –
হইনা সহজেই নত !
বুঝিনা এখন আর –
ব্যাথা কারে কয় !
দুঃখ কিসেরে বলে !
গুড়িয়ে গিয়েও বুঝতে পারিনা,
কাঁদি কোন কৌশলে!
বুঝেছি কেবল ই,
বড়ো হলে বুঝি !
মারা যায় বাবা মা !
মারা যায় বুঝি স্বপ্নগুলো –
আর শৈশব বেলাটা !
—oooXXooo—