সব হারিয়ে বাস্তবতার স্রোতে ভেসে চলে যখন জীবন, খড় কুটো ধরে তখন বেঁচে থাকতে চায় অবুঝ মন। চাইলেও হাতের কাছে খড় কুটো নাহি পাওয়া যায়, তবুও মন আশা করে থাকে যদি আসে সুদিন,সেই অপেক্ষায়। সুদিন আর আসেনা ক্লান্ত, অবসন্ন হয়ে যায় মন, কিছুই উপায় খুঁজে পাওয়া যায়না নিয়তির কাছে নিজেকে করিতে হয় সমর্পণ। নিয়তি চলে তার নিজের খুশীমত সে করেনা কারো তোয়াক্কা, একদিন জীবন পাখি উড়ে যায় পড়ে থাকে দেহ রূপী শূন্য খাঁচা।।। ————#######———