।। ভালবেসে পাঠাগার ।।
******************
–:: শিব প্রসাদ হালদার ::–
দমদম লাইব্রেরী এন্ড লিটারারী ক্লাবের
একশত আটতম জন্ম বার্ষিকীতে
বিনম্র চিত্তে স্মরণ করি
স্বর্গীয় উপেন্দ্রনাথ সেন মহাশয়ের মহান ত্যাগে
নিজ বাসভবনের নিজস্ব কক্ষে প্রতিষ্ঠিত
পাঠাগারের উদ্যোগকে !
সেদিন তিনি যে স্বপ্ন দেখেছিলেন
তার যথার্থ সার্থকতায়
আজ আমরা গর্বিত – আমরা কৃতজ্ঞ !
কালের বিবর্তনে ক্রমাগত যে সকল মহান ব্যক্তিদের
অকুন্ঠ সহযোগিতা ও সহানুভূতিতে
উত্তরোত্তর এই পাঠাগারের সুনাম বৃদ্ধি হয়েছে ত্বরান্বিত
আজ এই শুভ জন্মদিনে তাঁদের জানাই
বিনম্র শ্রদ্ধা ও প্রণাম!
এই পাঠাগারে বিভিন্ন সময়ে বিদগ্ধ বিদ্বজ্জনের পদার্পণে
আমরা হয়েছি ধন্য – হয়েছি গর্বিত !
সেই স্মৃতি স্মরণে রেখে আজকের এই শুভ জন্মদিনে
সকল সভ্যদের একমাত্র লক্ষ্য হোক
আমরাও পূর্বসূরিদের পথ অনুসরণ করে
একটু ত্যাগ – একটু সহানুভূতিতে উদ্যোগী হয়ে
এগিয়ে যাই এই মহান ব্রতে –
পাঠাগারের প্রয়োজনীয়তার মূল্যায়নে জাগিয়ে তুলি জাগরণ –
সমাজের কল্যাণে স্বগর্বে বেঁচে থাকুক
“দমদম লাইব্রেরি এন্ড লিটারারী ক্লাব” আমরণ —!!
◆◇◆◇◆◇◆◇◆
◆◇◆◇◆
◆◇◆