পান্না সবুজ নদী মিলিয়ে গেছে, মিলিয়ে গেছে পাহাড়ের রঙীন মৎস্য যাদুঘর। শুধু শীতল স্পর্শিল বাতাস, তোমাকে আমাকে থামিয়ে রাখেনি। কোথায় মিলিয়ে নেবো ডোর আমাদের মন খারাপী বরফ ঢাকা ফুরসৎ , কোল্ড কফির ঠোঁটে গরমের ছুটির ঝালর লেস। সময় বিলাতী মদের মত দামী আশিয়ানা। সেবার ব্রেখটের নাটকের রিহার্সালে ও কোনো সবুজ রডোডেনড্রন ছিল না। অক্সিজেন আকাশ ও ছিল না। দমবন্ধ, কুন্ডলী পাকানো বিষাক্ত ধোঁয়ায় আমাদের সারি সারি লাইন দেখে কাহিনী লেখা এক চিলতে রোদ এসে উঁকি দিল, তার ছায়া ভুলিয়ে দিল যে অন্ধকার ঘরে আমাদের সেতার মেলাতে পারেনি সুর, ব্যবচ্ছেদে চীৎকার। মৌসুমী ঘোষাল চৌধুরী