দেশবন্দনা
দীননাথ চক্রবর্তী
আমি চিনতে পারি দেশ ` মাকে নবান্নের সুগন্ধে ,
প্রথম বৃষ্টির সোঁদা গন্ধে রন্ধ্রে রন্ধ্রে আনন্দে
শিশির ভেজা শিউলি গন্ধে জন্মভূমি ভারতবর্ষ ,
হোমাগ্নির তেজস শিখা হবন সাধন আদর্শ।
স্নেহের গন্ধে পাইযে সদা জগৎমাতা সারদা ,
ভক্তি গন্ধে পাইযে সদা নিমাই পাগলা বামা গদা।
বীরের গন্ধে সুভাষ ভকত ত্যাগে ক্ষুদি গান্ধীজি ,
সুরে গন্ধে রবি দুখু প্রজ্ঞা গন্ধে স্বামীজি।
—oooXXooo—