শরীর ও মন
মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার)
শরীরখানি খুঁজতে খুঁজতে
পৃথিবীর ঘোর অসুখ –
সংক্রামক সজীব তরল নেশা
ক্ষণিক সুখ আজীবন দুঃখ!
খুঁজছি একটা ভরসার হাত –
নেলপালিশ লিপিস্টিক সুগন্ধে
তপ্ত বুকে নিলাজ মুখে একটু বাঁচা
রোমান্স সুখের অভিসার আনন্দে!
লড়বে বাঁচবে যুগল একে অন্যে পেয়ে
শিহরণের সুখ কীটে ঘন্টা কাঁটা দিনগুনে
নিঃশ্বাস আর বিশ্বাস এর যুগল মিলন ছুঁয়ে
মন পবনের বিশুদ্ধতা রূপরূপের দ্বন্দে!
ট্যাকের কড়ি রাখ গুণে দোঁহার সুখ স্বচ্ছন্দে
প্রেম আসুক মানুষ চিনে মর্ত্য লীলা আনন্দে।
এসেছি ভবে মরতে হবে প্রেম দরিয়ায় ভাসো
তারার আলো আঁধার ছিঁড়ে একটু ভালোবাসো!
—oooXXooo—