“দোহাই ভালবাসার”
◆◇◆◇◆◇◆
–:: সুমান কুন্ডু ::–
আমি তো জ্বলন্ত অঙ্গার ছিলাম
আমাকে বাতাস কোর না।
আমি তো কবেই চলে গেছি
আমায় পিছু ডেকো না।
যে বিষ তুমি আমায় দিয়ে ছিলে
কবেই তা পান করেছি,
আমায় এখন নিভে যাওয়া
দিয়ার মত বুজে যেতে দাও
জ্বালানোর চেষ্টা কোর না।
এমনভাবে ডেকো না, যাতে
কোনদিনও ফিরে আসতে না পারি।
বারবার দূরে গিয়ে বিদায় দিয়ে
আমায় পিছু ডেকো না।
ভালবেসে যে অন্যায় করেছি
তার দোষ আমায় দিও না।
আমার অপরাধের শাস্তি দাও
তবু আমায় পিছু ডেকো না।
আমিতো কবেই হারিয়ে গেছি
আমায় পিছনে ফিরতে দিও না।
দোহাই ভালবাসার তোমায়
আমায় পিছু ডেকো না।।
○●○●○●○●○