ভালোবাসা
স্বপ্নানাথ
তুমি গভীর গোপন মন,
তুমি স্বপ্ন বীণার ধন,
প্রথম চেনা মিষ্টি মধুর শান্তিনিকেতন।
হৃদয় ভরা সুরের ধারা আকুল করা প্রাণ।
তুমি মনের শতদল,
বিরহ ব্যাথার কাতরতার নীরব অশ্রু জল।
তুমি তরঙ্গ নিচোল,
তুমি লোহিত হিল্লোল,
সীমার মাঝে বাধন হারা কঠোরে কোমল।
তুমি দীপ্ত শিখার কর,
আপন আলোয় পূর্ণ করা, কুহক অন্ধকার,
তুমি কৃষ্ণের নগর,
তুমি পরকীয়ার দ্বার।
যেথায় রাধা বেঁধেছিল
আপন মনের ঘর।
তুমি গহীন রাতের তারা,
তুমি নীরব ক্ষরণ ধারা,
সোহাগ মাখা আদিমতার ব্যাকুল হৃদয় পারা।
খনিক আলোর ফুলঝুরিতে বেদনা বিধুর কারা।
তুমি অপত্য ধারা,
মরীচিকার সবুজ রঙের ধরার মোহে ভরা।
মায়ায় বাধা কালের স্রোতে চেতনা বিলোপ করা।
তুমি সন্ধ্যার মনিকর্নিকা,
অস্তাচলের বিদায় বেলার রথের চাকা,
যোগ বিয়োগের হিসাব লেখার জীবন খাতা।
পারাপারের তরুণীতে শেষসময়ের আসন পাতা।
—oooXXooo—