পুতুল নাচের খেলা!
জীবনের চার বেলা!!
প্রেমাঙ্কুর মালাকার
‘কিছু’ আঘাত যে মানুষ চিনতে,
শেখায় জীবন-ভোর-
‘কিছু’ কথা আছে আমূল বদলে,
দেয় জীবনের মোড়!
‘কিছু’ ব্যবহার নীরবে কাঁদায়,
ব্যথাতুর করে মন ;
‘কিছু’ কষ্ট যে বুকের গভীরে,
রয়ে যায় আজীবন!
‘কিছু’ প্রিয়জন এই সংসারে,
সহজেই যায় ভুলে-
এই সব ‘কিছু’ ভুলেও রেখো না,
মনের- দেরাজে তুলে!
তবুও জীবন আপন গতিতে,
চলবে নিরন্তর ;
তাঁর হিসেবেই চলবে জীবন,
যে চালায় চরাচর!
‘সে’ ই সুতো টেনে নাচায় মানুষ,
পুতুল নাচের খেলা-
সকাল দুপুর সাঁঝে আর রাতে,
জীবনের চার বেলা!
—oooXXooo—