পথের খোঁজ
সুপর্ণা দত্ত
পথের খোঁজে নামলো পথে
বাউল বৈরাগী ফকির সাধু,
একতারাতে গান বেঁধে যায়
পথের দিশা পায় না শুধু।
পথই যাদের পথের পাথেয়
পথেই যাদের ঘর-সংসার ,
পথকে আপন করেই তারা
কাটালো তাদের জীবন পাথার।
সুখের তরে করলো গ্রহন
নানান ধরনের কুটিল পথ,
সে-পথই তাদের করলো কাঙাল
জীবন করলো জটিল রথ।
দু’মুঠো ভাত পেতে যারা
পথকে নিলো আপন করে,
বছর- মাস- দিন গেলেও
ঠিকানা মেলেনা দু’মুঠো ভাতের।
গড়তে মানুষ তৈরী যারা
তারাও থাকে পথে পরে,
ন্যায্য অধিকার পেতে তাদের
ন্যায্য দাবির পথটি ধরে।জীবন সংগ্রামে লড়তে গেলে
আগে-পিছে আছে হাজার পথ,
রামকৃষ্ণ পরমহংস দেবের বাণী
পড়ল মনে-“যত মত তত পথ”।
¤¤¤¤¤¤¤¤