ভালোবেসে চেয়েছিলাম তোমায় নিয়ে বাঁধতে একটি সুখের ঘর, সে স্বপ্ন,স্বপ্নই রয়ে গেলো এ জীবনে হওয়া হলোনা তোমার বর। কত স্বপ্নই স্বপ্ন রয়ে যায় সারা জীবন ভর, চাইলেও বাঁধা হয়না কখনো সুখের ঘর। বেল ফুলের গন্ধ, সুগন্ধই ছড়ায় ফুলদানিতে তা শোভা নাহি পায়, ঝরা বকুল ঝরেই যায় শুকিয়ে গেলেও গন্ধই শুধু বিলায়। আঁধার রাতে আকাশের চাঁদে জ্যোৎস্নায় করে ঝিকিমিকি, নিয়তির কাছে হার মেনে ঘর ভেঙে দেয় জীবনের কাল বৈশাখী। কাল বৈশাখী সেতো জীবনের তাণ্ডব জীবনকে নিয়ে করে ছিনি মিনি খেলা সে হয়না কখনো জীবনের বান্ধব। জীবন যে পদ্মবনের ফোটা না ফোটা পদ্ম কখনো কখনো তা না ফুটে হয়ে যায় এক ছন্দ বিহীন পদ্য। সে পদ্যের কি আছে মানে জীবন তা নিজেই জানেনা, জীবন দিয়ে ভালোবাসলেও কখনো কখনো ঘর বাঁধা হয়না।।।