স্বতঃস্ফুর্ত প্রকৃতি
শ্রী নীলকান্ত মণি
বুঝব কী করে
এখানেও কোন গুপ্ত সমুদ্র নেই!
কোন উল্লেখ ই নেইকো যেখানে
তথ্য গুলো ই বা
কোথা থেকে এলো!
যবে পথ হাঁটি
পথ সরে সরে যায়
পিছে সরে যাওয়া পথ
স্বেচ্ছায় আমাকে সাহায্য করে
সামনে এগিয়ে যেতে
আপন ইচ্ছা তে!
সরে যাওয়া পথ, একা
তখনও বুক পেতে পড়ে থাকে
কখনো আমি
সঙ্গে ছিলাম তার
স্মরণের পদ চিহ্ন সেইসব
বুকে এঁকে!
বক্তব্যের খেই ধরে বলি
কাঁদব কেন!?
বলা বাহুল্য যদিও,
তাতেই তো ঐ সব
গুলবাজ, যারা ভুল তথ্য দিয়ে ছিলো
তাদেরই কল্যাণে
বর্তমান তথ্য গুলো
প্রাণে সত্য জ্ঞানের আলো
জ্বেলে দিতে, স্বতঃস্ফুর্ত প্রকৃতি,
সত্যের সন্ধান দিলো!
যেখান সত্য পরম
তিনি স্ব-প্রকাশ
কোন দ্বন্দ্ব নেই, তবে—
জীবনের
ছোটো খাটো দ্বন্দ্ব গুলো
বড়ো গোলমেলে
মোহিনী মায়া
আখচারই ঝামেলায় ফেলে!
—oooXXooo—