এজন্মের মায়াঘোর আর অথৈ অপচয়ের কিছু স্মৃতি, তোমার শিয়রে আজ রেখে চলে যাই?
এই হিমঘ্ন সন্ধেবেলায় আগে হলে, একটি উষ্ণভাগ আলিঙ্গনের পরে কপালের নীচে কখনো কবোষ্ণ চুম্বন ঠিক দিতে, তখন ছিলনা অনাসক্তির অপচয় বোধ শুধু।
মৃদু আলো,মূঢ়তর ইচ্ছাধীন জেনেও, তোমাকে স্পর্শ করে ফেলেছি অবলীলায়। সব কিছু ফেলে রেখে, অর্বাচীন আমি, তোমাকেই এখনও ঘুমঘোর ও আদরের দাগ ভোরবেলা উপহার দিয়ে ফেলি।