গীতা ও ফুল
দীননাথ চক্রবর্তী
আদরে আদরে পাঁজাকোলে করে তুললো
চিতায় আমাকে ভালোবাসা
পোশাক ছিলনা পরনে …উলঙ্গ
আব্রু খসিয়ে খসিয়ে এখন বে আব্রু
তবু সাড়া অঙ্গ জুড়ে সুগন্ধি বাতাস
মুখে দেবার জন্য আগুন হৃদয়ের হাতে
মনও ছুঁইয়ে দেবে আগুন মুখে একবার
না দিলে আত্মার নাকি শান্তি নেই
যম তাহলে ফুটন্ত তেলে ভাজবে ।
চণ্ডাল এখন সম্পর্ক
হাতে তার ফিগবাড়ি
চিতায় আগুন দেবার অন্তিম মুহূর্তে
হঠাৎই ঝমঝম বৃষ্টি
হাতে তার গীতা ও ফুল।
—oooXXooo—