ভালোবাসার ভাসান হয় না
ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়
এবার আমি পৌঁছে গেলাম।
আকাশের আনন্দ আমাকে
হাতছানি দিয়ে গেল যেই
তোমরা ভাসিয়ে দিলে।
আমি তোমাদের মেয়ে
যেতে যেতে ছড়িয়েছি
সোনার ধানের শীষ
ফেলে এসেছি আলতা মাখানো
আমার পায়ের দাগ।
তারপর মুঠো মুঠো ধানে
ভরে যাবে তোমাদের গোলা।
মাটির পৃথিবীর টানে
আবার ফিরব
মাটির কন্যা হয়ে।
বড্ড মায়া
আমার জন্ম দুখিনীর ঘরে।
বারবার আসব ওই
খড়্কুটার বাসায়
সব ভাসলে ও
ভালোবাসার ভাসান হয় না।।
—oooXXooo—