পলিথিন ঘেরা সুবিশাল ক্ষেত
প্রেমাঙ্কুর মালাকার
এবার ডাইনে, চলি দুইজনে,
মেঠোপথ কাঁচা পুরো –
পিচ ঢালা নয়, ঝামা ঢেলে গড়া,
পথে ঝামা গুড়ো গুড়ো!
দেখেশুনে লাগে, এ পথে তেমন,
নেই গাড়ি চলাচল ;
যেতে যেতে দেখি, খানাখন্দেই,
পথ ভরা জমাজল!
কমলা রঙের, পলিথিনে ঘেরা,
বিশাল সবুজ ক্ষেত-
হবে চাষবাস? নাকি কারখানা?
জানা নেই অভিপ্রেত?
জনহীন সেই, প্রান্তরে দেখি,
জঙ্গল ঘনঘোর ;
নেই গাড়িঘোড়া, আসেপাশে নেই,
কোন বাড়িঘর দোর!
একটু এগিয়ে, থমকে দাঁড়াই,
রেললাইনের ধারে-
পাথুরে রাস্তা, সেইপথ বেয়ে,
হাঁটা শুরু এইবারে!
দ্রুতপায়ে হেঁটে, ঝুনু রেল গেটে,
পৌঁছেছে আগে আগে ;
আজ নয়া পথে, অনেকটা হেঁটে,
বেশ আনন্দ লাগে!
—oooXXooo—